শানিত ফলা; তীর্যক পরিস্থিতি আমাকে ছু’তে দূর্বার এগিয়ে –
ঐ দেখো – সুবুজের মাঠ , বিস্তির্ণ হাওড়, গারো পাহাড় আমার হৃদপিন্ডে !
পাথরে নদী, উত্তপ্ত কাকরে খালী পায়ে, সীমান্তের প্রহরা উপেক্ষা করে
তোমাতে আমাতে বয়ে যায় এক কোমল শীতলতা।

শত ঢং এসে মিশে, উল্লাসে-
ধনু, কালনী, ঘোড়াউত্রা উপচে এসে হঠাৎ
আমার সোনালী প্রাণে , দিয়ে যায় হাহাকার ।

নয়ন ভাগি ধানে, মলিন অভিধানে –
আবারো প্রেম, ছেঁড়া পালে ,
আমার সোনালী মাঠে তোমার জোছনা বিলাস
রুপালী চাঁদের আলোয় –

ফিরে ফিরে সেই মূর্খের মত –
অনুভূতিহীন সৌন্দর্যে, আমি ও তুমি ছ মাস জুড়ে
প্রতিক্ষায়, এবার নয়ন জুড়াবে বলে।

-লিখেছেন-জি,এম ফ্রেজার