গত শুক্রবার (০৬ এপ্রিল, ২০১২ খ্রীঃ) ভাগলপুরবাসীর জন্য ছিল আনন্দমূখর একটি দিন। ঝড়-বৃষ্টি কোন কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের এ আনন্দে। সেদিন এলামনাই এসোসিয়েশন অব আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত পুনর্মিলনী-২০১২ অনুষ্ঠিত হয়। একদিন আগে থেকেই দূর-দূরান্ত থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ভাগলপুরে আসতে শু্রু করেন। দুই দিন আগে থেকেই আলোকসজ্জা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহা্জ্ব মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মস্তু মিয়া, অধ্যৰ সেলিনা আখতার এবং অন্যান্যরা। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের মহাসচিব ১৯৯১ ব্যাচের ছাত্র মুহাম্মদ সামছুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ১৯৯১ ব্যাচের ছাত্র এম.বি.এম. লুৎফুল হাদী সজল। দুই পর্বের এ অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান করা হয়।

আগত অতিথিদের শুভেচ্ছা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিৰক মরহুম মোহাম্মদ আজহারুল ইসলামকে বিশেষ অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠান পরিচালনায় গুরম্নত্বপূর্ণ অবদান রাখায় আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান (মস্তু মিয়া) কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শিৰকবৃন্দ তাদের স্মৃতিচারণ করেন। সংগঠনের পঠভূমি নিয়ে বক্তব্য প্রদান করেন ১৯৯৭ ব্যাচের ছাত্র শাহীন খান। টীম গ্রম্নপের ম্যানেজিং ডিরেক্টর আবদুলস্নাহ হীল রাকিব এর পৰ থেকেও এসময় বক্তব্য রাখা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। টীম গ্রুপের সৌজন্যে অনুষ্ঠিত উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ানখ্যাত তারকা পুতুল এবং আরিফ। উক্ত অনুষ্ঠানে সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন ১৯৯৭ ব্যাচের ছাত্র শাহীন খান। উপস্থাপনা করেন শামসুল আরেফীন তনয়। এলামনাই এসোসিয়েশন অব আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এই বিশাল আয়োজন শুধু প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী নয়, সমগ্র এলাকাবাসীর জন্য এক উৎসবের আমেজ বয়ে নিয়ে আসে।

লিখেছেন- শাহীন খান