সময়ের প্রয়োজনে মানুষের কতই না কিছু করতে হয়, বাংলাদেশের ইতিহাসে মায়ের ভাষা প্রতিষ্ঠা জন্য সময়ের প্রয়োজনে বাঙালি যুদ্ধ করেছিল।একসময় যারা আমাদের অংশ ছিল,যাদের সাথে একসাথে চলাফেরা করতাম,খেলতাম,ঘুমাতাম তারাই সময়ের প্রয়োজনে আমাদের উপর অকত্থ র্নিযাতন চালিয়েছে।আমাদের সাথেযুদ্ধ করেছে,আবার হেরে কুকুরের মত লেজ গুটিয়ে চলেও গেছে।কিন্তু তারা আমাদের অংশ ছিল সময়ের ব্যবধানে আজ তাদের সাথে আমাদের সর্ম্পক নেই।

আজ ৩৯ বছর পর আবার সময়ের প্রয়োজনে বা সময়ের ব্যবধানে আমাদের কিশোরগঞ্জ থেকে আলাদা হয়ে যাচ্ছে ভৈরব। আমার মনে হয় এটা সময়ের প্রয়োজনে কারন-ভৈরব রাজনৈতিক দলের র্নিবাচনী ইশতিহার ছিল ভৈরবকে জেলা করার তাই বোধ হয়, সময়ের প্রয়োজনে ৩৯ বছর পরের আবার কিশোরগঞ্জ থেকে ভৈরবকে আলাদা করতে চাইছে। এতে কারো র্স্বাথোরক্ষা হবে কিন্তু নষ্ট হবে ভৈরব ও কিশোরগঞ্জের সর্ম্পক। কিন্তু আজ সময়ের ব্যবধানে ভৈরবের সাথে আমাদের সর্ম্পকটা দিন, দিন খারাপ হচ্ছে।কারো র্স্বাথোরক্ষা হলেও সমস্যায় ভৈরব ও কিশোরগঞ্জের সর্ম্পক, সংস্কৃত, ‌ইতিহাস, গৈরব।বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলাকে ক্ষুদ্র করে তৈরি হচ্ছে দুইটি জেলা,কিন্তু এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই।