কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গতকাল রোববার মিলিটারি স্পেশাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচল সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকে। রাত ১২টা দুই মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মিলিটারি স্পেশাল ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি বিকেল সোয়া পাঁচটার দিকে আশুগঞ্জ স্টেশন ছেড়ে আসে। বিকেল সাড়ে পাঁচটার দিকে ভৈরব রেলওয়ে সেতু অতিক্রম করার পর ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত  হয়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল মোতালিব জানান, দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস নরসিংদীর দৌলতকান্দি, ঢাকাগামী আন্তনগর মহানগর, উপকূল আখাউড়া ও পারাবত ট্রেন আজমপুর স্টেশনে আটকা পড়ে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে আসার পর রাত ১২টা দুই মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

-Prothom Alo