সম্প্রতি বেলজিয়ামের গবেষকরা জানিয়েছেন, মানুষের জীবনে সুখ বিষয়টি ইংরেজি ইউ অক্ষরের মতোই বাঁকানো। গবেষকদের মতে, মধ্যবয়সী ব্যক্তিরাই সবচেয়ে অসুখী। আর মানুষের সুখ-সন্তুষ্টির এই ধারাটা বয়স ৩০-এর আগেই শুরু হয় এবং পঞ্চাশোর্ধ বয়স পর্যন্ত চলতে থাকে। খবরর টেলিগ্রাফ অনলাইন-এর।

বেলজিয়ামের অর্থনীতিবিদ বার্ট ভান ল্যানডেম জানিয়েছেন, ২০ বছরের নিচের তরুণরা কোনো চিন্তা-ভাবনা ছাড়াই অনেক আশাভরা ভবিষ্যতের দিকে চেয়েই সুখী থাকে আর ৫০ পেরিয়ে গেলে জীবনের সবকিছু তারা ইতোমধ্যে পরীক্ষা করে দেখে ফেলেন, তাদের আর চাওয়ার কিছু থাকে না তাই তারা সুখী। তবে, মধ্যবয়সীরা তাদের ওপর চাহিদার বোঝা নিয়েই সবচেয়ে অসুখী হন।

গবেষকরা জানিয়েছেন, ৪০-এর মাঝামাঝি সময় থেকেই মানুষ আশাবাদী এবং আনন্দপ্রবণ হতে শুরু করে এবং ৭০ বা ৮০ এর পরে গিয়ে সেটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।

সূত্রঃ bdnews24