মাত্র এক কিলোমিটার জায়গায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কটি নরকে পরিণত হয়েছে। চার-পাঁচ দিন ধরে ওই স্থানে যানবাহন আটকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে অসংখ্য মানুষ।গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান করে দেখা গেছে, নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা গোলচত্বর থেকে মহাসড়কটিতে গত ডিসেম্বরের শুরুতে পুনরায় সংস্কারকাজ শুরু করেছিল চায়নার জিইও নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর পর স্থানীয় লোকজন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকদের বাধা দেয়।

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের দাবিতে মামলা করলে আদালত থেকে সড়কের প্রায় এক কিলোমিটার এলাকায় কাজ বন্ধের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করেন অরণ্যপাশা গ্রামের শামছুদ্দিন মিয়া। ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়কের এক কিলোমিটার অংশে মাটি খুঁড়েও কাজ বন্ধ রাখে। তারা অরণ্যপাশা কমিউনিটি ক্লিনিকের কাছ থেকে সড়কের সংস্কারকাজ চালাচ্ছে। এ অবস্থায় সড়কের মাটি খোঁড়া অংশ দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করার কারণে কাদাপানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন যানবাহন ওই গর্তে আটকে গিয়ে দিনের বেশির ভাগ সময় সড়কটি বন্ধ হয়ে থাকছে।

-prothom alo