লালস্রোত। এটি প্রকৃতির এমন এক ব্যতিক্রমী বৈশিষ্ট্য যেখানে হঠাৎ পানি লাল বর্ন ধারন করে। এমনটি প্রধানত উপকূলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। প্রথমে পানি হালকা গোলাপী, তারপর গাঢ় গোলাপী বর্ন ধারন করে। পরিশেষে তা রুপ নেয় লাল রংয়ে। কোন কোন সময় তা সবুজ বর্নেরও হতে পারে। অনেক সময় এই পানিতে টক্সিনের প্রভাব লক্ষ্য করা যায় যা প্রানীকূলের জন্য অত্যন্ত ক্ষতিকর। সমুদ্রের এক বিচিত্র Phenomenon. রক্তের মত লাল সামুদ্রিক ঢেউ হঠাৎ করে গ্রাস করে ফেলে সমুদ্রের তটদেশ। এই লালস্রোত তৈরীর মূল হোতা হল এক শ্রেণীর শৈবাল জাতীয় এককোষী উদ্ভিদ যার নাম ALGAE. যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, কমে আসে লবনাক্ততা, শান্ত থাকে জলধারা এবং গ্রীষ্মকালীন আর্দ্র ও ঊষ্ণ আবহাওয়ার সম্মিলন ঘটে তখনই তৈরী হয় algal bloom যা এই লালস্রোত তৈরীর মূল কারণ। এরপর বায়ূপ্রবাহ, ঝড়, সামুদ্রিক বৈদ্যূতিক বিভবের কারণেই এরা তীরমুখী হতে শুরু করে। এই লালস্রোত তৈরী করে ভয়াবহতম natural toxins যা সমুদ্রের দ্রবীভূত অক্সিজেনকে গ্রাস করে ফেলে। আর এই বিষক্রিয়ায় প্রাণ হারায় সমুদ্রের অগুনিত প্রাণ। – সংগ্রহিত