ঙ্গীত ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য শিল্পী সাবিনা ইয়াসমীনকে গুণীজন সংবর্ধনা দিয়েছে সিটিব্যাংক এন এ।

শনিবার বিকালে রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় গুণী এই শিল্পীর হাতে ক্রেস্ট ও তার পোর্ট্রটে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। সঙ্গে ছিলেন সিটিব্যাংক এন এ এর কান্ট্রি অফিসার মামুন রশীদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের এরকম অনুষ্ঠানে এগিয়ে আসা উচিত।”

সাবিনা ইয়াসমীনকে জাতির গর্ব উল্লেখ করে তিনি বলেন, “তার গান মানুষের মনকে উদ্বেলিত করে। তিনি একজন গুণী মানুষ।”

গুণীদের জন্য এমন অনুষ্ঠানের আয়োজন করায় সিটিব্যাংক এন এ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান পরাষ্ট্রমন্ত্রী।

সাবিনা ইয়াসমীন বলেন, “দিনটি অনেক আনন্দের এবং ব্যতিক্রম। কারণ এর আগে অনেক অনুষ্ঠানে নানা পুরস্কার পেয়েছি। কিন্তু গুণীজন সংবর্ধনা পাওয়ার ব্যাপারটি আমার কাছে সৌভাগ্যের।”

মামুন রশীদ বলেন, “সঙ্গীত অঙ্গনে অবদান রাখার জন্য ২০০৪ সাল থেকে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

এর আগে ব্যাংকের পক্ষ থেকে প্রয়াত শিল্পী নিলুফার ইয়াসমীন, ফরিদা পারভীন, ফিরোজা বেগম, সানজিদা খাতুন, সোহরাব হোসেন এবং ফেরদৌসী রহমানকে সংবর্ধনা দেওয়া হয় বলে জানান তিনি।

সংবর্ধনা শেষে সাবিনা ইয়াসমীন, সাদী মোহাম্মদ, সামিনা চৌধুরী, ফেরদৌস আরা এবং কিরণ চন্দ্র রায় গান পরিবেশন করেন।

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-