কবি গঙ্গাঁ নারায়ন । তিনি নিকলী উপজেলার ধারিশ্বর নামক গ্রামে জন্ম গ্রহন করেন । সময় কাল তিনি ছিলেন ষোড়শ শতকের কবি । কিশোরগঞ্জ জেলার অন্যতম প্রাচীন মধ্যযুগীয় কবিদের মধ্যে তিনি একজন এবং উল্লেখযোগ্য । তৎসময়ের জঙ্গলবাড়ির দেওয়ান বীর ঈশা খার সেরেস্তায় তিনি কাজ করতেন । বর্গীয় হাঙ্গামার সময় দেওয়ানদের পক্ষে মুর্শিদাবাদ গিয়েছিলেন খাজনা বা নিকাম দিতে । ঐ সময়ে বর্গীয় হাঙ্গামা বা হামলার আক্রমনে বঙ্গদেশ ছাড়খার হয়েছিল । সে সময়ে তার রচিত “ভাস্কর পরাভব” গ্রন্থে সেই বর্গীর ঘটনার বিবরন তিনি চমৎকার ভাবে বিধৃত করেছেন। গ্রন্থখানা ক্ষুদ্র হলেও অত্যন্ত মনোরম ও ঐতিহাসিক তত্ত্ব ও তথ্যে পূর্ণ ।

কবি গঙ্গাঁ নারায়ণের অন্যান্য গ্রন্থের মধ্যে ‘শুল্ক সংবাদ ও লবকুশের চরিত্র’ দু’টি বিখ্যাত গ্রন্থের নাম । কবি গঙ্গা নারায়নকে যে কাব্য গ্রন্থটি তাকে ঐতিহাসিক কবি হিসাবে খ্যাতি অর্জন করেছেন তার নাম- ‘মহারাষ্ট্র পুরান’। তাতে সে সময়ে ঘটে যাওয়া বাংলার বিদ্রোহের বিপর্যয়ের সামনে হতবুদ্ধি সাধারন মানুষের করুন চিত্র তুলে ধরেছেন এ কাব্য গ্রন্থে । প্রাচীন দেব-দেবীর ক্রোধ ও আশির্বাদ যেমন যেমন তুলে ধরেছেন এ কাব্যে তেমনি তার চেয়ে বেশী তুলে ধরেছেন তৎসময়ে ঘটে যাওয়া সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তব ঘটনার নিখুঁত বর্ণনা । ভাস্কর পরাভবে কবি ভাস্কর পন্ডিতের সৈন্য সামন্ত তাদের সাজ সজ্জা, তাদের আক্রমণ ও জনগনের অপরিসীম দুঃখ, লাঞ্চনা, গঞ্জনা তুলে ধরেছেন এ গ্রন্থে।