infinityবন বনানী শত গিরিবর পাহাড়;
সৃজিত লক্ষ প্রাণ মানব যার সেরা
দীপে ভরে দিলে ভূলোক আলোকে;
বৃক্ষলতার প্রাণ মাটিকে দিলে সপে
পল্লবও তাই তোমারই মালা জপে
গগনে আঁটলে চাঁদ, ঝলমলে তারা।

বিচিত্র কত যে অপরূপ ছবি এঁকে
রইলে তুমি লুকিয়ে অদৃশ্য আড়ালে;
সাড়া দাও আবার প্রিয়জনের ডাকে
বেঁধেছো ঘর সকল অন্তর অতলে।
ভালোবেসে করেছো সৃজন এ ভুবন
থেকো আমার হৃদয় নীড়ে আমরণ।

চতুর্দশপদী কবিতা