বিশ্বের অন্যতম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং চালুর এক বছরের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। ২০০৯ সালে চালু হওয়ার পর বিং বাজারে প্রায় ১২ দশমিক ৭ শতাংশ অংশীদারিত্ব (মার্কেট শেয়ার) অর্জন করেছে। গবেষণা প্রতিষ্ঠান কমসোর্সের তথ্য অনুযায়ী বর্তমানে সার্চ ইঞ্জিন গুগলের মার্কেট শেয়ার রয়েছে ৬২ দশমিক ৬ শতাংশ এবং ইয়াহু!র ১৮ দশমিক ৯ শতাংশ। সম্প্রতি মাইক্রোসফট বিংকে আরও জনপ্রিয় করতে নানা ধরনের উদ্যেগ নেওয়ার কথা ভাবছে বলে জানা গেছে। মাইক্রোসফটের অনলাইন বিভাগের কর্মকর্তা সেতায়া নাদেলো জানান, সার্চ ইঞ্জিন বাজারের ব্যাপক চাহিদা রয়েছে, যার মধ্যে মার্কেট শেয়ার বাড়াতে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে হবে। তবে এ বাজারে মার্কেট শেয়ার ধরতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কমসোর্সের সূত্র অনুসারে গুগল যুক্তরাষ্ট্রে বাজারে গত মাসে মার্কেট শেয়ার ছিল ৬২ দশমিক ৬ শতাংশ, যা আগে ছিল ৬৩ দশমিক ৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে ইয়াহু!, যার শেয়ার মে মাসে ছিল ১৮ দশমিক ৩ শতাংশ, যা বেড়ে হয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ। বর্তমানে কম্পিউটার ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে সব মিলিয়ে দুই কোটি তিন লাখ ব্যবহারকারী বিং ব্যবহার করেন। মাইক্রোসফট চলতি বছর মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য নানা বিষয়ের দিকে নজর দিচ্ছে। ছয় মাস আগে আইফোনের জন্য বের হওয়া বিং উইজেটটি যুক্তরাষ্ট্রেই প্রায় ৪৩ লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছেন।
Search
লগ ইন
Recent Posts
-
ষষ্ঠ ঈন্দ্রীয় সিগন্যালSep 29, 2022 | প্রবন্ধ
-
মুহম্মদ জাফর ইকবালের জুতো চুরিSep 20, 2021 | গল্প
-
হে পরমানন্দ রূপিনীOct 25, 2020 | কবিতা