এম ওসমান গনি । তিনি ১৯১২ খ্রিষ্টাব্দে ১ মার্চ করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া নামক গ্রামে জন্মগ্রহন করেন । পিতার নাম – হাজী মোঃ দরবার আলী । মাতার নাম মকবুলা বেগম । এ উপমহাদেশের অন্যতম জ্ঞান তাপস, কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান। তিনি একজন শিক্ষাবিদ, কৃষি বিজ্ঞানী, গবেষক ও লেখক । তাঁর প্রজ্ঞতা ও পান্ডিত্য, গবেষনাকর্ম, অবিচল নিষ্ঠা, শিক্ষাদান, সহিষ্ণুতা, স্বদেশ প্রেম ও মানবতাবোধ সকলেরই অনুকরনীয় দৃষ্টান্ত।  জীবন্দশায় তিনি বহুদেশ ভ্রমন করেছেন । বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্থান ও বাংলাদেশের বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন সাময়িকী গ্রন্থ সমূহে তাঁর গবেষণা মূলক বহু প্রবন্ধ-নিবন্ধন প্রকাশিত হয়েছে । ১৯২৭ খ্রিষ্টাব্দে তিনি যখন ক্লাস নাইনের ছাত্র তখন থেকেই কবিতা আবৃত্তি করে সুনাম ও খ্যাতি দুটোই অর্জন করেছিলেন । ১৯৩৮ খ্রিষ্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় হতে  এগ্রি ক্যামিস্ট্রেতে তিনি পি,এইচ,ডি উপাধি লাভ করে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ড. ওসমান গনি মূলত ছিলেন বিজ্ঞানী, পাশাপাশি লেখক, সাহিত্যিক, সংস্কৃতি অনুরাগী, শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনৈতিকবিদ । তিনি এককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এবং ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ছিলেন । এক কথায় ড. ওসমান গনি বহু মাত্রিক জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা ও সাহিত্যে সংস্কৃতির ধারক বাহক এবং বহু প্রতিভার অধিকারী ছিলেন ।