সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন একটি গাড়ি উদ্ভাবন করেছেন যা ই-মেইল, ফেসবুক এবং টুইটার আপডেট পড়তে পারে। গবেষকদের দাবি, এটাই বিশ্বের প্রথম ‘ইন্টারনেট কার’। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিন্সস্পিড ব্যাম্বু নামের এই গাড়িটি তৈরি করেছে গ্লোবাল অডিও অ্যান্ড ইনফোটেইন্টমেন্ট গ্রুপ হারমান।
গবেষকরা জানিয়েছেন, এই ইন্টারনেট গাড়িটি চালানোর সময় হুইলের পেছনে বসা চালক ভয়েস কমান্ডের মাধ্যমে নেট ব্রাউজিং করতে পারবেন। তবে, এজন্য তার স্মার্টফোন বা আইপ্যাডে গাড়ির চার্জারের সঙ্গে জুড়ে দিতে হবে। গবেষকরা জানিয়েছেন, চালক ভয়েস কমান্ড ব্যবহার করে রেডিও স্টেশন সার্চও করতে পারবেন। এ ছাড়াও গাড়িতে আছে ওয়াই-ফাই প্রযুক্তি সুবিধা। এমনকি চালক হুইলারে হাত না সরিয়েই তার ই-মেইল, ফেসবুক বা টুইটারের সব আপডেট গাড়িতেই পড়ে নিতে পারবেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইন্টারনেট কার এবারের জেনেভা অটো শো-তে প্রদর্শিত হয়েছে। আগামী দেড় বছরের মধ্যেই বাজারে আসবে এই ইন্টারনেট প্রযুক্তির গাড়িটি।