আমার ছোট্ট একটা পৃথিবী,
আর এই পৃথিবীর নাম নিজের মতো করেই রেখেছি
– চারণক্ষেত্র।
আমার এই চারণক্ষেত্রের ভিতরে আমি
নিজের ইচ্ছা মত-হাসি, খেলি, চৈ বৈ করি-
রাগ করি, কাঁদি, কষ্ট দেই, কষ্ট পাই!
আমার সীমাবদ্ধতা ছোট হলেও
আমার পৃথিবীটাকে আমার অনেক বড় মনে হয়-
কেননা এই চারণক্ষেত্রের মধ্যেই আমার বিচরণ,
এপাশ থেকে ওপাশ কত যে ঘুরে বেড়ায়;
মনের আনন্দে- মাঝে মাঝে হাঁটি;
কখনো কখনো দৌঁড়ায়,
কখনো থেমে যায়, আর এতেই আমার আত্নতৃপ্তি।
লিখেছেনঃ শিশির দেশাই