হলদে পাখি বা বেনে বউ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মায়ানমার, ইন্দোনেশিয়া তথা ক্রান্তীয় দক্ষিণ এশিয়ার দেশগুলিতে দেখতে পাওয়া যায়।ইংরেজিতে এই পাখিটিকে বলা হয় black hooded oriol। আবার, বাংলাদেশে এই পাখির আরেকটি প্রজাতি আছে , যা চৈতার বউ নামে পরিচিত। যার ইংরেজি নাম Eurasian Golden Oriole।ডানা ও পুচ্ছে কালো রঙসহ দেহের বাকি অংশ সোনালি হলুদ রঙের চোখে স্পষ্ট কালো রেখা দেখা যায়। স্ত্রী পাখি পুরুষের তুলনায় অপেক্ষাকৃত ফ্যাকাসে ও অধিক সবুজ রঙের। এটি কর্কশ স্বরে ‘চীয়া’ বোলে ডাকে এবং ‘পীলোলো’ শব্দে শিস দেয়। কীটপতঙ্গ, ফল ও ফুলের নির্যাস আহার করে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বাসা বাঁধে। ২-৩টি ডিম পাড়ে। বাসার সব কাজে স্ত্রী-পুরুষ উভয়ে অংশ নেয়। দেশের উত্তর অঞ্চলে বিস্তৃত; Black–haeded Oriole, Oriolus xanthornus হলদে পাখি নামে পরিচিত।
মাথা, গলা ও ঊর্ধ্ব-বক্ষ, ডানা ও পুচ্ছে কালো রংসহ দেহের অবশিষ্ট অংশ উজ্জ্বল সোনালি হলুদ রঙের। ঠোঁট গোলাপি ও চোখ গাঢ লাল। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম, তবে স্ত্রীর মাথার কালো রং অপেক্ষাকৃত ফ্যাকাসে। এই পাখি কর্কশ স্বরে ‘কোয়াক’ বোল তুলে ডাকে। প্রজননকাল মার্চ – জুন।