টিপাইমুখ বাঁধ নিয়ে মণিপুর রাজ্য সরকারের কাছ থেকে পরিবেশ ছাড়পত্র নিতে ভারত সরকারের উদ্যোগের সমালোচনা করে সামাজিক সংগঠন হাওরঞ্চলবাসী বলেছে, এর মাধ্যমে ভারত সরকার কার্যত যৌথ সমীক্ষাকে নিজেই পাশ কাটিয়ে গিয়ে টিপাইমুখ বাঁধ নির্মাণের একতরফা কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে। এ কারণে হাওরাঞ্চলের মানুষের মনে উদ্বেগ দেখা দিয়েছে। একটি অন্তর্জাতিক সমীক্ষা না হওয়া পর্যন্ত ভারত সরকারকে টিপাইমুখ বাঁধ নির্মাণের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকতে হাওর অঞ্চলবাসী আহ্বান জানায়।
আজ (রোববার) ঢাকার ক্রাইম রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে টিপাইমুখ সম্পর্কিত সকল তথ্য-উপাত্ত প্রকাশের দাবি জানিয়ে বলা হয়, দেশের মানুষকে অন্ধকারে রেখেই কথিত যৌথ সমীক্ষা চলছে। টিপাইমুখ বাঁধ সম্পর্কিত সকল তথ্য-উপাত্ত প্রকাশ করার মাধ্যমেই কেবল এ সংশয় দূর হতে পারে। এছাড়া সংবাদ সম্মেলনে টিপাইমুখ বাঁধ নিয়ে যৌথ সমীক্ষার বদলে আন্তর্জাতিক সমীক্ষা পরিচালনা এবং আন্তর্জাতিক সমীক্ষা না হওয়া পর্যন্ত বাঁধের কাজ স্থগিত রাখা, হাওরাঞ্চলের স্বাভাবিক পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়-এমন সকল কার্যক্রম বন্ধ রাখা এবং ভারত-বাংলাদেশ উভয় রাষ্ট্রকে আন্তর্জাতিক নদী কনভেনশনে স্বাক্ষর দিয়ে সেটিকে আইনে পরিণত করার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাওর অঞ্চলবাসীর সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক হাসনাত কাইয়ুম। সংগঠনের অন্য উদ্যেক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হালিমদাদ খান, মোশাহিদ আহমদ, জাকিয়া বেগম, খালেদ সানোয়ার, খন্দকার হাবিব রাজা, শামসুদ্দোহা শোয়েব প্রমুখ। – প্রেসবিজ্ঞপ্তি
বার্তা প্রেরক
খন্দকার হাবিব রাজা
যোগাযোগ: ০১৭১৬-৬৯২২১০
হাওর অঞ্চলবাসী ঢাকা,
১৩ কনকর্ড এম্পোরিয়াম,
কাঁটাবন, ঢাকা ১০০০