কিশোরগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী গতকাল বুধবার তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, ভৈরব উপজেলার পুলতাকান্দা গ্রামের গৃহবধূ রাজিয়া, আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের গৃহবধূ নুরুন্নাহার ও গৃহবধূ জানু বেগম। তিনজন আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ২৭ জানুয়ারি ভৈরব থানার পুলিশের করা একটি মামলায় তাঁদের এ সাজা দেওয়া হয়।
– সাইফুল ইসলাম