আমি জীবন সায়াহ্নে। হুইল চেয়ারে বসে চলাও আমার জন্য অনেক কষ্টের। মুক্তিযুদ্ধের সপক্ষের সরব কর্মী হিসেবে ছেলে-মেয়েদের অধিকাংশই বিভিন্ন সময় হয়েছে অত্যাচারিত, নিপীড়িত,বঞ্চিত। স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এদের কাউকেই তবু প্রাপ্তির আশায় কখনো তোষামোদকারীর ভূমিকায় দেখিনি। আমার প্রাণপ্রিয় ছোট ভাই শহীদ সিদ্দিক। ভাইয়ের গুণকীর্তন না করলেও বলতে হয় জনপ্রিয় এ ছাত্রনেতা ‘৭১-এ ছিল বাজিতপুর কলেজের ছাত্র সংসদের সহ-সভাপতি। ‘৪৭-এর ভারত বিভাগের সময় জন্ম। ‘৭১-এর স্বাধীনতার সূর্যসৈনিক হিসেবে শহীদ। সিদ্দিকের বাড়ি সরারচর রেলওয়ে স্টেশন সংলগ্ন, গ্রাম পাথারিয়া কান্দিতে। তার স্মৃতি রক্ষায় সরারচর রেলওয়ে স্টেশনের নাম শহীদ সিদ্দিকের নামে করার জন্য সংশিস্নষ্ট ঊধবতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
আয়েশা খাতুন,
পুরান বাজার, ডাকঘর: সরারচর, বাজিতপুর, কিশোরগঞ্জ।