কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় পাকুন্দিয়া-মঠখোলা সড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলা শ্রমিকদলের কমিটি গঠনকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এংরাজ মিয়া ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপনের মধ্যে শনিবার উপজেলা বিএনপি কার্যালয়ে প্রথমে তর্কবিতর্ক হয়। পরে দুপুর ২টার দিকে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষে ১০ জন আহত হয়।

আহতরা হলেন স্বপন (২৫), জোয়াদ মিয়া (৩৮), রিপন (৩৫), আনোয়ারা (৪০), রফিক (২৮), হেলাল উদ্দিন (৫৫), রাজন (৩০), খোকন (৫০), আলম (৫০) ও আল আমীন (২৬)।

আহতদের মধ্যে জোয়াদ মিয়াকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় পাকুন্দিয়া-মঠখোলা সড়কে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানায় পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে বিকেল সাড়ে ৫টায় জানান ওসি।

 

বাংলানিউজ ২৪ ডট কম