ফুলটি দেখতে হুবুহু Parrot পাখির মতো। বিরল প্রজাতির ফুলের গাছটির পরিচর্যা খুবই কঠিন। এটি বাংলাদেশ, বার্মা, ইষ্ট ইন্ডিয়া ও থাইল্যান্ডে ছাড়া অন্য কোথাও দেখা যায়না। তাছাড়া আবহাওয়া বা পরিবেশগত কারনে বিশ্বের অন্য কোথাও ফুল গাছটির ফলন হয় না। থাইল্যান্ডের the Royal Botanical Garden Kew -তে ফুলটির দেখা পাওয়া যায়। আমাদের দেশে সাধারনত স্যাতস্যাতে পুকুর ধারে, বন জংগলের রোদ্রজ্জল অপেক্ষাকৃত ভেজা জায়গায় এই ফুল দেখতে পাওয়া যায়। কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় একে পানিচুত্রা নামে ও ডাকতে শুনা যায়। কারন এর পাতা গায়ে লাগলে চুলকায় ।
গাছটি লম্বায় 6 feet (1.8) meters মত হয় আর পাতার সাইজ 6 cm। ফুল ফোটে অক্টোবর-নভেম্বরের দিকে যা প্রায় 2 inches (5cm) আকারের।
এর বৈজ্ঞানিক নাম Impatiens psittacina। এটি parrot balsam বা flying cockatoo বা Flower Bird Parrot নামে পরিচিত আর Thai ভাষায় বলে Dork Nok Khaew।