ফটিকজল দক্ষিন এশিয়ার বনে জঙ্গলে দেখতে পাওয়া যায়। দুই থেকে চারটি সবুজাভ সাদা ডিম দেয়। একটি পরিপূর্ণ ফটিকজল আকারে ১৪ সে.মি. পর্যন্ত লম্বা হয়। পুরুষ পাখির পিঠ সবুজাভ,হলুদ বুক,পাখার পালকে কালো ডোরা আছে।মেয়ে পাখির হলদে সবুজ শরীর,সবুজ-বাদামী পাখার পালক,ধুসর পা।
এর ইংরেজী নাম Common Iora এবং বৈজ্ঞানিক নাম – Aegithina tiphi Watch Video of Common Iora এরা কীট-পতঙ্গ এবং মাঝে মাঝে ফুলের মৌ বা রেনু ইত্যাদি খায় আর হুইই… বা উইই…চু/টুটুটু রবে ডাকে।