আমার চিন্তার প্রতিটি ধবনীতে আজ
এক প্রানবন্ত উচ্ছাস, এক অম্লান সুখ।
তাই যেন ফিরে আসুক আমার উদ্বেলীত সহবাসে,
যেখানে রাত দিন অভিমান,
নিজের সাথে কথা বলা।
দুরন্ত জীবনের ক্ষীণ যাত্রায় কেবলই অন্ধকার
অথচ পাশাপাশি দুজন,
কেবলই নিজের সাথে কথা বলা
সমসাময়িক এক আপন ভূবনে,
কতনা স্বপ্ন আমাদের।
তবুও তুমি আমি এক,ভিন্ন চরিত্র।
এখানেই মঞ্চটাই হলো বেঁচে থাকা,
মাঝে মাঝে আমি তারে
জিজ্ঞেস করি সেই মাঝরাতে,
এই আমি কি ভালো আছি?
সে উত্তর দেয় বেশি করে সিগারেট টানো,
আরো ভালো থাকবে।
একি সম্ভব আদৌ?
পাশা পাশি শুয়ে থেকে
কল্পনায় কথা বলা!
প্রেমদীপ্ত উচ্ছাস আর অভিমানের হাসি,
আজও আমি বড্ড ভালবাসী-
এক সজীব ভালোবাসায়
তোমাকে ভালোবেসে ।