বাংলাদেশ ইংল্যান্ডকে কে হারাণোর পর আরেকটি সহজ জয়ের মাধ্যমে কোয়াটার ফাইনালে খেলার আসা বাচিঁয়ে রাখলো।বাংলাদেশ ইমরুল কায়েসের ৭৩ রানের উপর ভিত্তি করে প্রত্যাশিত ৬ উইকেটের জয় পায়।এর আগে টসে হেরে বাংলাদেশ ফিল্ডিংয়ে নামে। টাইগারদের মারমুখী বোলিংয়ের সামনে শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারছিলো না নেদারল্যান্ডের ব্যাটসম্যানেরা। বিশেষ করে পেসার শফিউল ইসলামের ভয়ঙ্কর ইনসুইংয়ের সামনে কোনরকম রানই নিতে পারছিলো না তারা। কিন্তু ৯.২ ওভারে ৩টি মেডেন সহ ১৫ রান দিয়ে উইকেট শুন্য থাকতে হয় এই বোলারকে। শুভ ও সাকিব নেন একটি করে উইকেট এবং রাজ্জাক ১০ ওভারে ২৯ রান দিয়ে নেন ৩ টি উইকেট। নেদারল্যান্ড ৪৬.২ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায়।
জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ বলেই তামিম বোল্ড হয়ে গেলে শঙ্কায় পরে যায় অনেকেই। কিন্তু জুনায়েদ-কায়েসের ৯২ রানের জুটি সব শংকা দূর করে দিয়ে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যায়। জুনায়েদ ব্যক্তিগত ৩৫ রানে আউট হয়ে গেলে নাফিস-কায়েসের ৫৯ রানের জুটি জয়ের কাছে এনে দেয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ইমরুল কায়েসের অপরাজিত ৭৩ রান এবং ৪১ তম ওভারে মুশফিকের ছয়য়ের সাহায্যে ১৬৬ রান তুলে জয় অর্জন করে বাংলাদেশ। তিনটি জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৬।