ভারত আর শ্রীলঙ্কার মধ্যে এক প্রাকৃতিক সংযোগ সেতু। লাইমস্টোনের তৈরি এই সেতুর দৈর্ঘ্য ১৮ মাইল । সেতু থেকে সমুদ্রের গভীরতা ৩ ফুট থেকে ৩০ ফুট।

ইসলাম মতে আদম বেহেস্ত থেকে নির্বাসিত হয়ে ভুল বুঝতে পেরে আল্লাহর আরাধনার জন্য শ্রিলংকার এক পাহারের শির্ষে এক পায়ে একহাজার বছর আরাধনা করে আল্লাহর কাছে ক্ষমা লাভ করেন,এর ফলে ওখানে বড় এক পায়ের ছাপ তৈরি হয়(১৫৬ সেমি/৭৬সেমি)। তার নাম অনুসারে ঐ জায়গার নাম আদম পীক। খৃষ্টানরাও একে আদম পীক বলে।

হিন্দু মতে শিব এইখানে এক পায়ে প্রলয় নৃত্য করে এই পায়ের ছাপ বসিয়ে দিয়েছেন। বৌদ্ধরা মনে করে বুদ্ধ শ্রিলঙ্কায় তৃতীয়বার আগমন কালে এখানে উপাওনা করার সময় পায়ের স্মৃতিচিহ্ন দিয়ে যায়। ইসলাম/খৃষ্টান অনুসারীরা মনে করে এই আদম পীকে পৌছার জন্য আদম এই ব্রীজ ব্যাবহার করেছিল।

অন্যদিকে রামায়ন অনুযায়ী রাবনের রাজ্য শ্রীলঙ্কায় সীতা উদ্ধারের জন্য সমুদ্র পারি দিতে গিয়ে বিশাল সমস্যায় পরে।

 

 

 

 

পূর্বে দুইটি/তিনটি থিউরী ছিল ব্রীজ তৈরির ব্যাপারে। যেমন- ভুমিকম্পের ফলে সমুদ্রতল উচু হয়ে গিয়ে ঐ স্থানের পানির গভীরতা কমে গেছে,তাই প্রাকৃতিক লাইমস্টোনের দীর্ঘ চেইন সজ্জা সমুদ্র গভীর থেকে বেরিয়ে এসেছে। আরেকটা হলো গোয়ানাল্যান্ড ভাঙ্গার সময় এই স্থানে সরু সংযোগ সুত্র থেকে গেছে।

আধুনিক গবেষনার কিছু অংশ ইংরেজিতে কপি পেস্ট করা হলো।

১. a series of parallel ledges of sandstone and conglomerates that are hard at the surface and grows coarse and soft as it descends to sandy banks ।

২. Adam’s Bridge comprises 103 small patch reefs lying in a linear pattern with reef crest (flattened, emergent – especially during low tides – or nearly emergent segment of a reef), sand cays (accumulations of loose coral sands and beach rock) and intermittent deep channels.

৩. Tombolo-deposition landform in which an island is attached to the mainland by a narrow piece of land such as a spit or bar. Once attached, the island is then known as a tied island. Several islands tied together by bars which rise above the water level are called a tombolo cluster. Two tombolos form an enclosure called a lagoon that might eventually fill with sediment.

৪. Continuous sand deposition and the natural process of sedimentation leading to the formation of a chain of barrier islands related to rising sea levels

৫. The two landmasses of India and Sri Lanka were once connected – from where coral reefs evolved.

৬. Another study explains the origin the structure due to longshore drifting currents which moved in an anticlockwise direction in the north and clockwise direction in the south of Rameswaram and Talaimanna

 

কার্বন টেস্টে সেতুর লাইমস্টোনের বয়স ৭০০০-১৮০০০ পাওয়া যায়।

বর্তমানে এই ব্রীজের মধ্যে দিয়ে একটা খাল কাটার চিন্তাভাবনা চলছে,তাহলে আরব সাগর আর বঙ্গোপসাগরের মধ্যে অনেক দূরত্ব কমে যাবে। ছবিটি দেখলেই বুঝা যাবে। কিন্তু আমাদের দেশের ধর্মান্ধদের মত ভারতীয় ধর্মান্ধরা এই খাল খননে বাধা দিলে  সুপ্রিমকোর্ট রায় দেয় যে,” এই সেতু রামের দ্বারা তৈরি না”।

পোষ্টটি আমার ব্লগের বেলেঁরকাটা নামের একজন ব্লগারের লেখা থেকে সংকলিত