আঃ মোতালিব হিলচিয়া ইউনিয়উনের অন্তর্গত সরিষাপুর গ্রামের এক নিম্ন মধ্যবিও পরিবারে জন্মগ্রহন করেন ।পিতা মৃত আঃ আজিজ ।শৈশবে পিতাকে হারিয়ে সংসারের দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হয়েছিল বলে লেখাপড়া করতে পারেননি ।কিন্তু ভাবলে অবাক হতে হয়,আঃ মোতালিবই সরিষাপুরের প্রথম ব্যক্তি যিনি কারো সঙ্গে কিছু না বলে সবার অলক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দ্যেশে সীমান্ত অঞ্চলে চলে গিয়েছিলেন ।দেশে প্রবেশ করেন গ্রুপ কমান্ডার রমিজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা দলের একজন গেরিলা যোদ্ধা হিসেবে ।দেশে প্রবেশের পর পরই ২৬ অক্টোবর সরারচর বাজিতপুর সিএন্ডবি সড়কের সঙ্গে নকলা-সরিষাপুর সড়কের সংযোগস্হলে পুলিশ ও রাজাকার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে দুর্ভাগ্যজনকভাবে তিনি শাহাদাত বরণ করেন ।তাকে জ্ঞানপুর গোরস্হানে দাফন করা হয় ।আঃ মোতালিবের শাহাদাত বরণকে বাজিতপুর থানা সদর আক্রমণ করে রাজাকার ও পুলিশ বাহিনীকে শোচনীয় পরাজয়ের মাধ্যমে আত্মসমর্পণে বাধ্য করেন ।

লেখক-মুহম্মদ বাকের