হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া গ্রামের যুবক নূরুল ইসলাম ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী ।তার পিতার নাম মোঃ আলী ।মুক্তিযুদ্ধ শুরু হওয়ার প্রাথমিক পর্যায় থেকে তিনি হিলচিয়া সম্মিলিত মুক্তিবাহিনীতে যোগ দেন ।প্রশিক্ষণ শেষে স্হানীয়ভাবে আঃ মোতালিব বসুর বাহিনীর সঙ্গে সংযুক্ত হয়ে বাজিতপুর ও নিকলী অঞ্চলে বেশ কিছু গেরিলা যুদ্ধে অংশগ্রহন করেন । ১১ ডিসেম্বর ৭১ হানাদারের একান্ত দোসরবাহিনীর সঙ্গে কিশোরগঞ্জ ন্যাশনাল সুগার মিলে মুক্তিবাহিনীর যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল,সেই যুদ্ধে নূরুল ইসলামও অংশগ্রহন করেছিলেন ।যুদ্ধের এক বিশৃঙ্খল অবস্হায় একান্ত দোসরবাহিনীর হাতে তিনি ধরা পড়ে যান ।দোসরবাহিনী তাকে কিশোরগঞ্জ শহরে নিয়ে নির্মম ভাবে হত্যা করে ।পরে নূরুল ইসলাম এবং একই যুদ্ধে শহীদ কটিয়াদী থানার করগাও গ্রামের মুক্তিযোদ্ধা গেন্দুর লাশ নিয়ে শহরের রাস্তায় রাস্তায় উল্লাস মিছিল করে ।