পাঁচ বছর আগে ছেলেকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেন জনের মা-বাবা। পাত্রীও খোঁজা শুরু করেছিলেন। অবশেষে পছন্দসই পাত্রী পেয়েও গেছেন তাঁরা। তাই এবার বিয়ের পিঁড়িতে বসতেই হচ্ছে ব্ল্যাক ব্যান্ডের ভোকাল জনকে। আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝিতে শুভ কাজটি সেরে ফেলবেন এ গায়ক। মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষাতত্ত্ব বিভাগের লেকচারার নাদিয়া ইসলাম। দুই পরিবারের পছন্দতেই এ বিয়ের আয়োজন করা হচ্ছে। দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে বাগদানের দিনক্ষণ। অনুভূতি প্রকাশ করতে গিয়ে জন বলেন, ‘ব্ল্যাকের প্রথম অ্যালবাম প্রকাশের সময় যে অনুভূতি হয়েছিল, এ অনুভূতিও অনেকটা সে রকম। বিয়ের সময়ই আসল অনুভূতি প্রকাশ করতে পারব।’
জন আরো জানান, দুই পরিবারের পছন্দতেই বিয়েটা হচ্ছে বলে তিনি খুব খুশি। হবু বউয়ের সঙ্গে মুঠোফোনে টুকটাক যোগাযোগও হচ্ছে, হেসে জানালেন জন।
You must log in to post a comment.