কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ২ সেপ্টেম্বর থেকে শোলাকিয়া ঈদগাহ ময়দানে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।       

কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, মাঠে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঈদের দিন মাঠের ২৮টি প্রবেশ পথ দিয়ে মুসল্লিদের মাঠে ঢোকানো হবে। প্রতিটি প্রবেশ পথে হ্যান্ড মেটাল ডিটেক্টর থাকবে।

এ  ছাড়া আর্মড ব্যাটালিয়ন পুলিশ ও ঢাকা রেঞ্জ থেকে শতাধিক পুলিশ সদস্যসহ তিন শতাধিক পুলিশ মাঠের চারদিকে নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মাঠের চারদিকে বিশেষ নজরদারি করবে।