গত সপ্তাহে কম্পিউটারের যন্ত্রাংশের দামে পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশেষ করে বেড়েছে প্রসেসর ও মাদারবোর্ডের দাম এবং র্যাম ও হার্ডডিস্কের দাম কমেছে। বাকি যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে।
গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো:
প্রসেসর:
ইন্টেল কোর আই ৭ (২.৮ গি.হা.) ২৫০০০ টাকা, ইন্টেল কোর আই ৫ (২.৬৬ গি.হা.) ১৬০০০ টাকা, ইন্টেল কিউ ৯৫০৫ (২.৮৩ গি.হা.) ১৭০০০ টাকা, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা. ২৯০০ টাকা। ইন্টেল কোর আই ৩ ২.৯৩ গি.হা. ৯৫০০ টাকা কোর আইথ্রি ৩.০৬ গি.হা. ৯০৫০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ২.৭ ৫২০০ টাকা। ইন্টেল কোর টু কোয়াড ৮৮০০-১৩০০০ টাকা; ২.৬৬ গি.হা. ১২৫০০ টাকা। ইন্টেল কোর টু ডুয়ো কেরাজ ই ৮২০০ ২.৯৩ গি.হা. ৮৮০০ টাকা।
মাদারবোর্ড:
ইন্টেল ডিপি ৫৫ ডব্লিউবি (ডিডিআরএ) ৯৫০০ টাকা, ইন্টেল ডিএইচ ৫৫ এইচসি ৯৮০০ টাকা। গিগাবাইট এইচ ৫৫-এমএইচটুএইচ (ডিডিআর ৩) ৭৭০০ টাকা। ইন্টেল ডিজি৪৫ এসজি ১০৭০০ টাকা, ইন্টেল ডিজি ৪৫আইডি ৮১০০ টাকা। ডিজি৪১আরকিউ ৪৬০০ টাকা। ৪১টিওয়াই ৫৫০০ টাকা। ইন্টেল ৪৩জিটি ৬৬০০ টাকা। গিগাবাইট জি ৪১ ইন্টেল টিপসেট ৪৬০০ টাকা। আসুস জি৪১ ৪৩০০ টাকা। ফক্সকন জি৩১ এমভি ৩২৫০ টাকা, এইচ৫৫ এমএক্সভি ৫৮০০ টাকা।
র্যাম: ২ গি.বা. ডিডিআর-২ ৩২০০ টাকা। ১ গি.বা. ডিডিআর টু ১৭০০ টাকা; ২ গি.বা. ডিডিআর ৩ ৪৫০০ টাকা।
হার্ডডিস্ক ড্রাইভ:
১৬০ গি.বা. (৭২০০ আরপিএম) ২৭০০ টাকা। ৩২০ গি.বা. ৩৩০০ টাকা। ৫০০ গি.বা. ৩৫০০ টাকা। ১ টেরাবাইট ৬০০০ টাকা। পেনড্রাইভ: ২ গি.বা. ৫০০ টাকা; ৪ গি.বা. ৬০০ টাকা; ৮ গি.বা. ১২৫০ টাকা।
এলসিডি মনিটর: স্যামসাং ১৫.র্৬র্ ৭৮০০ টাকা। হুন্দাই ১র্৯র্ ৯,৮০০. এলইডি ৯,৩০০, ফিলিপস ১৮.র্৫র্ ৮৭০০ টাকা; ডেল ১৮.র্৫র্ ৮৭০০ টাকা। স্যামসাং ১৮.র্৫র্ ৯২০০ টাকা। এলজি ১৮.র্৫র্ ৮৭০০ টাকা। এইচপি ১৮.র্৫র্ ৯৪০০ টাকা। স্যামসাং ২১.র্৫র্ ১২৮০০ টাকা।
গ্রাফিকস কার্ড:
গিগাবাইট জিভি ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৭০০ টাকা। গিগাবাইট পিসিআই এক্সপ্রেস ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৫০০ টাকা। স্যাফায়ার (এইচডি ৪৩৫০) ১ গি.বা. ৪,১০০, এইচডি ৩৪৫০ ৫১২ মে.বা. ৩২০০ টাকা। পিসিআই এক্সপ্রেস ৪৫৫০ এইচডি ৫১২ মে.বা. ৪৬০০ টাকা, এক্সএফএস এক্সপ্রেস ১ গি.বা জিএফ ৯৪০০ জিটি ৪৩০০ টাকা। ফক্সকন জিফোর্স পিসিআই ১০,৫০০ টাকা।
ডিভিডি রাইটার/রি-রাইটার: সামসাং ৫২x২৪x৫২এক্স ১৭৫০ টাকা এবং আসুস ৫২x৩২x৫২এক্স ২১০০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ১৮০০ টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৮এক্স ১৪৫০ টাকা, ১৩৫০ টাকা এবং বেনকিউ ১৬ এক্স ১৩০০ টাকা। কেসিং: ১৫০০ থেকে ৩০০০ টাকা।
মাউস:
১৫০ থেকে ৯০০ ট কা। কিবোর্ড: সাধারণ ২৫০ থেকে ৩৫০ টাকা। মাল্টিমিডিয়া ৬০০ টাকা। স্পিকার: ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫: ১) ৫৩০০ টাকা, (৭: ১) ৯৮০০ টাকা, (৪: ১) ৪৫০০ টাকা, (২: ১) ২৭০০ টাকা। মাইক্রোল্যাব (২: ১) ১৩৫০ থেকে ২৪০০। মাইক্রোল্যাব (২: ১) ১৭০০ থেকে ১৮০০ টাকা, (৫: ১) ৪৫০০ টাকা, ক্রিয়েটিভ এসবিএস (এ৩০০) ২৪০০ টাকা, ডিলাক্স (২:১) ১৭০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮১৬ (২: ১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮১২ (২: ১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮০৫ (২: ১) ১৩০০।
জিপিআরএস মডেম:
আসুস ইউএসবিটি ৭১০০ টাকা, মোবিডাটা ২৮০০-৪২০০ টাকা (ইউএসবি)।
টিভিকার্ড:
এভারমিডিয়া এক্সটারনাল (ইউএসবি) ৪৫০০ টাকা ও ইন্টারনাল ৩২০০ টাকা, গেডমি (ইউএসবি) টিভিকার্ড ২১০০, রিয়ালভিউ এক্সটারনাল (এলসিডি) ২২৫০ টাকা ও গেড মি (এলসিডি) ২১০০ টাকা। কে-ওয়ার্ল্ড ২৭০০ টাকা।
প্রিন্টার:
ক্যানন পিক্সমা আইপি ২৭৭০ ৩০০০ টাকা, এইচপি ১৬৬০ ডেস্কজেট ২৮০০ টাকা, এপসন সি ৫৯ ৩৫০০ টাকা, এইচপিসি পি (লেজার) ১০০৫, ৯৫০০ টাকা; ব্রাদার এইচএল ২১৪০-৭৫০০ টাকা। এমএফসি ৭৩৪০ থেকে ২৩৫০০ স্যামসাং এমএল ১৬৪০ (লেজার) ৬০০০।
ডিজিটাল ফটোফ্রেম: ট্রানসেন্ড ৮৫০০, জিনিয়াস ৭৫০০ টাকা।
পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড (২৫০ গি.হা) ৫১০০ টাকা, (৩২০ গি.হা) ৫৬০০ টাকা, (৫০০ গি.হা) ৭৫০০ টাকা, (১ টি বি) ১৯৫০০ টাকা।
ইউপিএস: ৬৫০ ভিএ ২৬০০, ৮০০ ভিএ ৩০০০, ১২০০ ভিএ ৫২০০, ২ কেভিএ ১০৫০০; কে স্টার ৬৫০ ভিএ ২৫০০, ১২৫০ ভিএ ৪,৮০০ টাকা, রেইজিংটেক ৩ কেভিএ ৩৫,০০০ টাকা। রেডফক্স ৬৫০ভিএ ২৮০০ টাকা।
অ্যান্টি ভাইরাস: নরটন সিঙ্গেল ইউজার ১১০০ টাকা। ক্যাসপারস্কি সিঙ্গেল ১০৯৯ টাকা। থ্রি ২১৯৯ টাকা।
খবর :প্রথম আলো
আমার একটা অ্যান্টি ভাইরাস: কিনতে হবে…
ভাই filehippo.com থেকে avg net security free download করে নেন ভালইতো চলে।