কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও নরসিংদীর মনোহরদী সড়কে বুরুদিয়া ড্রেনেরঘাটে ব্রহ্মপুত্র নদের উপর ১৬ বছর পূর্বে নির্মিত বেইলি সেতুটি পাকা গার্ডার সেতুতে রূপান্তরিত না করায় এই সেতুতে প্রতি বছর দুর্ঘটনা ঘটছে। ফলে সেতুটি এখন জনসাধারণের জন্য একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ১৯৯০ সালে তৎকালিন বিএনপি সরকারের আমলে এই সেতুটি নির্মাণ করা হয়। আরসিসি পিলারের উপর কংক্রিটের স্লাবের পরিবর্তে স্টিলের পাটাতন বসানো হয়। দীর্ঘ সময়ে এই স্টিল সেতুটি পিচ্ছিল ও অনেক পাটাতন ডেবে গেছে এবং উত্তরাংশে সংযোগ সড়কের মাটি সরে গেছে। স্টিলের টানা এ্যাঙ্গেলের মূল্যবান অনেক নাট চুরি হয়ে গেছে। পিচ্ছিলতা ও পাটাতন ডেবে যাবার কারণে মোটরসাইকেল ও বাই সাইকেল আরোহিরা দুর্ঘটনার শিকার হচ্ছে। গত ৫/৬ বছরে দুর্ঘটনায় শতাধিক আরোহী আহত হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ সেতুটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ৫ টনের অধিক ভারী মালবাহী যানবাহন চলাচল নিষিদ্ধের সাইনবোর্ড লাগিয়ে দায়িত্ব শেষ করেন। কিন্তু এই সেতু দিয়ে প্রতিদিন ৫ টনের অধিক ভারী মালবাহী ট্রাকসহ যানবাহন চলাচল করছে। এতে যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই সেতুটির বেইলি পরিবর্তন করে পাকা স্লাব বসানোর জন্য এলাকাবাসি বারবার দাবি জানালেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি ।
মোঃ মাহমুদুল হাসান (রনি) কিশোরগঞ্জ
মোবাইলঃ ০১৭১৭-৬৪৯৯৬৮