যখন কেউ একা থাকে। চারপাশে কেউ নেই। নিস্তব্দ সবকিছু।
তখনই জীবনের আলো ঝলমলের সাথে অন্ধকার জীবনের
কতশত কথা স্মৃতির গভীর থেকে উকি দেয়।
চলে মনের সাথে মনের গভীর হাসীকান্নার খেলা।

সূ:খের স্মৃতি গুলো যখন মনের ছবিতে ভেসে উঠে
তখন রং ধনুর মতো রঙ্গিন হয়ে উঠে মন।
প্রশান্তীর একরাশ হাসি ফোটে উঠে ঠোঠে।
আহা মানব মন,

না পাওয়ার বেদনা গুলো যখন ভেসে উঠে তখন
বদনখানা অমবস্যার অন্ধকারের মতো ।
হয়তো কেউ একফুটা চোখের জল ফেলে ।
দীর্ঘক্ষন চেপে রাখা বুকের বাতাস বের করে
দূর আকাশের দিকে থাকিয়ে থাকে ।
হয়তো শঙ্খচিলের উড়াউড়ির মাঝে দূ:খ ভুলে
সুন্দর স্বপ্নের জাল বুনে ।
ভালো থাকুক একাকিত্ম ।।