কিশোরগঞ্জের ভৈরবে কাবিখার চাল বহনকারী একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকটিতে ১৪ টন চাল ছিল। আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এ চাল জব্দ করা হয়।পুলিশের দাবি, চালগুলো কাবিখা প্রকল্পের। বাজিতপুর খাদ্যগুদাম থেকে চালগুলো আনা হয়েছে। চালগুলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেনের ছোট ভাই আশরাফ হোসেন এই চাল পাচারের সঙ্গে জড়িত। চাল জব্দ হওয়ার পর তা ছাড়িয়ে নিতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে চাপ দেন তিনি। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, ‘বাজিতপুর খাদ্যগুদাম থেকে চাল আশুগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে—এই তথ্যের ভিত্তিতে আমরা ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক তল্লাশি শুরু করি। রাত নয়টার দিকে ট্রাকটি জব্দ করা হয়। কৌশলে চালক পালিয়ে গেছে। আমরা নিশ্চিত হয়েছি জব্দ হওয়া চাল কাবিখার। চুরি করে বিক্রির উদ্দেশ্যে আশুগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল।’
এই ব্যাপারে রাত সাড়ে দশটার দিকে মুঠোফোনে আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আমি চাল ব্যবসা করি না। আমার জানা মতে চাল নিয়ে যাচ্ছিলেন যুবলীগ কর্মী তৌফিক আহমেদ। তার হয়ে আমি ভৈরব থানায় যোগাযোগ করেছিলাম।’
তৌফিক আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।নাম প্রকাশে অনিচ্ছুক বাজিতপুর খাদ্য গুদামের এক কর্মচারী জানান, আজ গুদাম থেকে ট্রাকে চাল বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছে।
সুত্রঃ- প্রথমআলো