সম্প্রতি টেক জায়ান্ট মাইক্রোসফট কর্তৃপক্ষ তাদের উইন্ডোজ ফোন ৭-এর জন্য নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম এনেছে। জানা গেছে, উইন্ডোজ ৭ ফোনের জন্য নতুন এই অপারেটিং সিস্টেমটির নাম দেওয়া হয়েছে উইন্ডোজ ম্যাংগো। মোবাইলের জন্য বিশেষভাবে তৈরি এই অপারেটিং সিস্টেমটিতে যোগ করা হয়েছে নতুন অনেক ফিচার। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, লাস ভেগাসে অনুষ্ঠিত মিক্স ১১ কনফারেন্সে এই অপারেটিং সিস্টেমটির ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। জানা গেছে, ম্যাংগো অপারেটিং সিস্টেমে যোগ হয়েছে মাইক্রোসফটের তৈরি বেশ কয়েকটি ফিচারই। যার মধ্যে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার ৯, এমনকি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য মাল্টি টাস্কিং সুবিধাও।

মাইক্রোসফট কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ম্যাংগো ওএস অ্যাপ্লিকেশনটি আশাব্যঞ্জক। এ অপারেটিং সিষ্টেমের সঙ্গে স্কাইপি, অ্যামাজন, অ্যাংরি বার্ড অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করা যাবে।

 

 

বিডি নিউজ –