মোবাইল ফোনের সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) চার্জ কমিয়ে সর্বোচ্চ পঞ্চাশ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে আন্তর্জাতিকভাবে এসএমএস-র চার্জ হবে সর্বোচ্চ দুই টাকা।

কোনো মোবাইল ফোন অপারেটর এখন এর চাইতে বেশি চার্জ নিতে পারবে না।

কোনো কোনো মোবাইল ফোন অপারেটর এখন প্রতি বার্তায় দুই টাকা পর্যন্ত আদায় করে বলে অভিযোগ রয়েছে।

বিটিআরসি বলছে, বিশ্বের অন্যসব দেশের তুলনায় বাংলাদেশে এ চার্জ অনেক বেশি।