রবীঠাকুরের – মনে পড়ে মাকে;
আমার তবে পড়তে কিসে মানা
মাকে রেখে চাইনা খেতে
হরেক স্বাদের খানা।
নজরুল ওতো মাকে ভালবেসে
যুদ্ধে গেছে প্রানের হাসি হেসে
আমার তবে হাসতে কিসে মানা
হাসবো আমি মাকে ভালবেসে।
ভয়াল রাতের ঘুম ভাঙা সেই ছেলে
মায়ের আচল যে বেধেছে ভালে
আমার তবে বাধতে কিসে মানা
আমিও নাহয় বাধবো একই তালে।
মাকে কি আর শুধুই মনে পড়ে
মা যে থাকে আমার চারিপাশে
মাকে দেখি রোজ প্রভাতে
শিশির স্নাত ঘাসে
মা যে আমার মিষ্টি করে হাসে।
আমি মায়ের হৃদয় ছেড়া ধন
মাকে তবে পড়বেনা ক্যান মনে
মাকে আমি অনেক ভালবাসি
এই কথাটা জানুক জনে জনে।
বঙ্গবন্ধু সেও ভোলেনি মাকে
মাকে আমি ভুলবো কেন তবে
মা যে আমার নিজের চেয়ে আপন
হৃদয় মাঝে মা চিরকাল রবে।
জাজাফী, ঢাকা বিশ্ববিদ্যালয়