সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন আলীপুরের সন্নিকটে ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী যাত্রীবাহী ট্রলার ও মালবাহী কার্গো জাহাজের মুখোমুখী সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি সাথে সাথেই নদীতে তলিয়ে যায়। ইউ,এন, ও জামালগঞ্জের ভাষ্যমত ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ৩০ জনকে সনাক্ত করা হয়েছে এবং সবগুলো লাশ তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।