কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৩টায় বিদ্যালয় মিলনাতয়নে অনুষ্ঠিত সভায় শতবর্ষ উদযাপন করতে স্কুলের প্রাক্তন ও বর্তমান শতশত শিক্ষার্থীরা তাদের মুল্যবান মতামত তুলে ধরেন।
১৯১৮ সনে প্রতিষ্ঠিত হওয়া স্কুলটির শতবর্ষ উদযাপনের প্রস্তুতিমুলক সভার আহবায়ক ডা: আব্দুস সবুর বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র ও জ্বালানী ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. গোলাম শফিক, সরারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসিন মিয়া, প্রাক্তন চেয়ারম্যান আলে মো. আলে মুহাম্মদ আলম এবং মেরিন চীফ ইঞ্জিনিয়ার মনোয়ার কামাল, সহ আরো অনেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুখন দত্ত, মো. জহিরুল ইসলাম কাজল প্রমুখ।