সম্প্রতি ইলেকট্রনিক জায়ান্ট ডেল কর্তৃপক্ষ দাবি করেছে, বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ এনেছে তারাই। এক্সপিএস ১৫জেড নামের নতুন এই নোটবুকটির আকার ১৫ ইঞ্চি এবং এটি চলে ইনটেল স্যান্ডি ব্রিজ প্রসেসরে । খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন এই ল্যাপটপটিতে রয়েছে ইনটেল আই৫ ২৪১০এম(২.৩ গিগাহার্জ) অথবা আই৭ ২৬২০এম (২.৭ গিগাহার্জ) ডুয়াল কোর প্রসেসর। এর র্যাম ৪ গিগাবাইট থেকে ৮ গিগাবাইট। ১৫.৬ ইঞ্চির স্কিনের রেজুলিউশন ১০৮০ পিক্সেল। আর ব্যাটারি লাইফ ৮ ঘন্টারও বেশি।
এতে রয়েছে ইনটেলের মাই ওয়াই-ফাই প্রযুক্তি যা অন্যান্য ডিভাইসের জন্য ওয়াই-ফাই কেন্দ্র হিসেবে কাজ করবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডেলের এক্সপিএস ১৫জেড নামের নতুন এই পাতলা মডেলটি অনেকটাই টেক জায়ান্ট অ্যাপলের তৈরি ম্যাকবুক প্রো-এর মতো। ডেলের নোটবুকটিতে ম্যাকবুক প্রো-এর মতোই অ্যালুমিনিয়ামের বডি, কিবোর্ড এবং অপটিক্যাল ড্রাইভ রয়েছে।
বিডিনিউজ