উদ্বেগ বা বিষন্নতার মত সাধারণ মানসিক অসুস্থতা অকালমৃত্যু ডেকে আনে। যুক্তরাজ্যের নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। ইংল্যান্ডের ৬৮ হাজার হৃদরোগী ও ক্যান্সার আক্রান্ত রোগীর অকালমৃত্যু পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, স্বল্প মাত্রার মানসিক যন্ত্রণায় অকাল মৃত্যুর ঝুঁকি ১৬ শতাংশ বেড়ে যায়। তবে এ ঝুঁকির সঙ্গে ব্যক্তির পানাভ্যাস ও ধূমপানের মত অভ্যাসগুলোও বিবেচনায় আনা হয়েছে।
আরো গুরুতর মানসিক অসুস্থতার ক্ষেত্রে অকালমৃত্যুর ঝুঁকি ৬৭ শতাংশ বেশি বলে জানিয়েছেন ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ ও এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা আরো জানান, প্রতি চার জনে একজন সাধারণ মানসিক অসুস্থতায় ভোগেন বলে ধারণা করা হয়। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, এদের অনেকেই তাদের অসুস্থতা সম্পর্কে ওয়াকিবহাল নন। তবে গুরুতর মানসিক অসুস্থতা সহজেই ধরা পড়ে।
‘ব্রিটিশ মেডিক্যাল জার্নালে’ এ বিষয়ক গবেষণাটি প্রকাশিত হয়েছে। গত ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা মনোরোগের সঙ্গে অকালমৃত্যুর যোগ থাকার বিষয়টি তুলে এনেছেন। গবেষণায় বিষন্নতা ও উদ্বেগের ওপর আলোকপাত করা হলেও মারাত্মক মানসিক অসুস্থতা, যেমন: বাইপোলার ডিসঅর্ডার ও সিজোফ্রেনিয়ার মত রোগ আয়ু ২০ বছর কমিয়ে দিতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম