মহামান্য রাষ্ট্রপতি, আপনার সমগ্র বর্ণিল রাজনৈতিক জীবন ভৈরব-কুলিয়ারচর বাসীর ভাগ্য উন্নয়নে ব্যয় করেছেন , তাইতো এ এলাকার জনগন বারবার আপনাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন। আজ আপনি রাষ্ট্রের পতি, আমরা ও গর্বিত আমাদের নেতা রাষ্ট্রের প্রধান । মহামান্য রাষ্ট্রপতি, আপনি গত ‘৯৬ সালের সফল আওয়ামী লীগ সরকারের ‘স্থানীয় সরকার ও প্রকৌশল’ মন্ত্রনালয়ের মন্ত্রী থাকাকালে ১১/১১/২০০০ ইং তারিখে গোবরিয়া – আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেঙ্ ভবনের ভিত্তি স্থাপন করেছিলেন। ভবনটি নির্মানের জন্য পরিষদ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারটি ভেঙ্গে ফেলতে হয়েছিল। আজ আমরা কমপ্লেঙ্ পেয়েছি, কিন্তু অদ্যবদি শহীদ মিনারটি পুননিমর্ান করা হয়নি। ভাষা আন্দোলন ও স্বাধীণতা সংগ্রামের ত্যাগের মহিমাকে চির অম্লান করার নিমিত্তে লক্ষ্মীপুর বাসী তাদের শহীদ মিনারটি পুননির্মানে আপনার সদয় সাহায্য কামনা করে। আমরা আশাকরি আগামী ২১শে ফেব্রুয়ারিতে লক্ষ্মীপুর হাইস্কুল মাঠে পুনর্নিমিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের স্বরণ করতে পারব।