কত কাল ছিলাম আমি
তোমার অপেক্ষায়
সে কি জান পাখি?
কত যে রাত কেটেছে আমার
শুধু তোমার কথা ভেবে
নিদ্রাহীন চেয়ে থেকে;
সে কি জান পাখি?
কত নিশি চাঁদ হীন
কত দিন রবি হীন
হয়েছে গত আমার
শুধু তোমার অপেক্ষায়;
সে কি জান পাখি?
কত কবিতা ছন্দ হীন
কত গান সুর হীন
কেঁদে মরেছে
শুধু তোমার জন্য;
কত কলি হল ফুল
হয়নি কারো কানের দুল
তোমার পথ চেয়ে ঝরে পড়েছে;
সে কি জান পাখি?
প্রেমের নদী জোয়ার হীন
হৃদয়-সাগর আশা হীন
বসে আছে তোমার অপেক্ষায়;
সে কি জান পাখি?