কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে মানিকখালী বাজারের কাপড় ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চান্দপুর ইউনিয়নের দেবালের কান্দা গ্রামের রুমু মিয়ার ছেলে মামুন এবং তাঁর খালাতো ভাই সুজন ও আঙ্গুরকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত নজরুল ইসলামের মুঠোফোনের সর্বশেষ কললিস্টের সূত্র ধরে তাঁদের আটক করা হয়। নজরুলের জানাজার নামাজ মানিকখালী বাজার মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কটিয়াদী উপজেলার চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তারেকুল মোস্তাক। বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেয়। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এ ব্যাপারে নজরুলের বড় ভাই আবদুস সামাদ বাদী হয়ে বৃহস্পতিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।