সম্প্রতি এমআইটির গবেষকরা এমনই একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে মাউসের সব কাজই করা যাবে, কেবল মাউসটিই থেকে যাবে দৃষ্টির আড়ালে। জানা গেছে, অদৃশ্য এ কম্পিউটার মাউস ব্যবহারে কাজ করার সময় টেবিলের নির্দিষ্ট ফাঁকা স্থানটিতে কেবল মাউস ব্যবহারের মতো হাত নাড়ালেই কম্পিউটারে কাজ হবে। খবর উইয়ার্ড অনলাইনের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, অদৃশ্য মাউসের এই প্রকল্পটির নাম ‘মাউসলেস’ আর এর উদ্ভাবক এমআইটি-এর মিডিয়া ল্যাবের গবেষক প্রণব মিস্ত্রি।

গবেষকরা জানিয়েছেন, অদৃশ্য এ মাউস ব্যবহারকারী হাত নাড়লেই মাউস ব্যবহারের ফল পাওয়া যাবে। জানা গেছে, ব্যবহারকারী যখন হাত নাড়বেন তখন সেটা অনুসরণ করবে লেজার রশ্মি এবং ইনফ্রারেড ক্যামেরা। লেজার রশ্মি এমনভাবে হাতকে অনুসরণ করবে যেন হাতে মাউস ধরা আছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ উদ্ভাবনের ফলে প্রচলিত মাউসের ব্যবহারে ব্যাপক পরিবর্তন আসবে। আর এটি সস্তা হবার ফলে খরচও কমবে।

এদিকে ইনটেলের সিটিও জাস্টিন র‌্যাটনার জানিয়েছেন, ইনটেলও নতুন টাচস্ক্রিন প্রযুক্তি নিয়ে কাজ করছে। ফলে মাউস এবং কিবোর্ড দুটি ডিভাইস ব্যবহারেই এবারে পরিবর্তন আসন্ন বলেই মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম