মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি আমদানির দাবি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এই দাবি উত্থাপন করলে একবাক্যেই প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন।

বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, দাবিটি তোলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুল্কমুক্ত গাড়ি পেতে হলে মন্ত্রিত্ব ছেড়ে কেবল সংসদ সদস্য থাকার পরামর্শ দেন।

এসময় একজন মন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন, ‘এমপিরা শুল্কমুক্ত গাড়ি কেনার পর তা সরকারকে ফেরত দেন না। অথচ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়ি সরকারি পরিবহন পুলে ফেরত দিতে হয়।’

এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিমুখেই কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, ‘শুল্কমুক্ত গাড়ি পেতে হলে আপনারা মন্ত্রিত্ব ছেড়ে দিন- তাহলেই তো হয়।’

এর পরপরই প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিজ নিজ মন্ত্রণালয়ের ২০১০-১১ অর্থবছরের বাজেট শতভাগ বাস্তবায়নের নির্দেশ দেন।

অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়িতে র‌্যাবের অভিযানের বিষয়টি উঠে আসে। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘র‌্যাব তো তাদেরই সৃষ্টি।’

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে হরতাল দিয়ে অস্থিরতা সৃষ্টিতে বিএনপির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

এর আগে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।