কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর সদরের কটিয়াদী পশ্চিমপাড়ায় জায়গা বিক্রির ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে হামলা চালিয়েছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ব্যাপারে কটিয়াদী থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কটিয়াদী পশ্চিমপাড়ার কৃষ্ণধন সাহার জমি নিয়ে তাঁর বোন বাবন সাহার ছেলে বিকাশ ও সজল কিশোরগঞ্জ দেওয়ানি আদালতে একটি মামলা করেন। কিন্তু মামলা নিষ্পত্তি হওয়ার আগেই তাঁরা বায়নার মাধ্যমে স্থানীয় ছাত্রলীগের নেতা শফিকুল ইসলাম নাজনুর কাছে জায়গাটি বিক্রি করেন। নাজনু তাঁর লোকজন নিয়ে বাড়ি দখল করতে গিয়ে দুটি টিনের ঘর ভেঙে ফেলেন ও ২০/২৫টি সুপারিগাছ কেটে ফেলেন। এ সময় কৃষ্ণধন সাহার মা চঞ্চলা সাহা (৬৫) আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
কৃষ্ণধন সাহা বলেন, ‘সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর ও গাছপালা কেটে ফেলে। তা ছাড়া আমার বাড়িঘরে লুটপাট করেছে।’