অষ্টগ্রামের দেওয়ান বাড়ীর বিরাট ঐতিহ্য রয়েছে । এই দেওয়ান পরিবারটি দেওয়ান মজলিস দেলোয়ার খাঁর ঊত্তর পুরুষ দেওয়ান গোলাম হায়দার জয়নশাহী পরগনার সায়র জলকর মহালের নয় কোষা জমিদারীর আধিপত্য নিয়ে খ্রিষ্টীয় অষ্টদশ শতকে বসতি স্থাপন করেন বলে জানা যায় ।

গোলাম হায়দারের পর তার পুত্র নূর হায়দারের সময় ইংরেজ শাসন আমলে জমিদারীটি নিলামে উঠে যায়। কিন্ত নূর হায়দারের স্ত্রী চান্দ বিবি সে জমিদারী পুনরায় ইংরেজদের কাছ থেকে উদ্ধার করেন । স্বামীর অবর্তমানে তিনি দীর্ঘ দিন জমিদারী পরিচালনা করেন ।

জমিদারী পরিচালনা নিয়ে চান্দবিবির বীরত্ব ও সাহসীকতার কথা এখনো লোক মুখে প্রচলিত আছে ।