আকাশটা আজ অনেক ছোট,চাঁদ নেই জোছনা নেই আছে কেবল মেঘ,অথচ সেই মেঘে একটু খানি বৃষ্টি নেই। সব মেঘ ধেয়ে চলেছে নুহাশপল্লীর দিকে আমি যতই বলি একটু থামো সে থামেনা,আমার কথা তার কানে পৌছাবে কি করে সে তো যাচ্ছে জোছনা প্রেমিকের কাছে অথচ সেই জোছনা প্রেমিক এখন আর জোছনা দেখবেনা এখন আর সেই বৃষ্টি বিলাস করবেনা। অনন্ত নক্ষত্র বিথীর সন্ধানে যে ছিল উন্মুখ সে নিজেই আজ অন্তনক্ষত্রবিথীর এক নক্ষত্র হয়ে জ্বলে আছে দূর কোন মিল্কিওয়ে বা অন্য কোন গ্যালাক্সিতে তাকে খুজতে হলে যেতে হবে নুহাশপল্লীর ছায়া ঘেরা বাগানে অথবা বইয়ের পাতায় পাতায় তার ছোয়া পাওয়া যাবে। তিনি ছিলেন এখন আর নেই,আবার আছেও তিনি কি হারিয়ে যেতে পারেন? তা কি করে হয় নক্ষত্র সুপারনোভা বিস্ফোরণে হারিয়ে যেতে পারে আকাশটাতো হারাতে পারেনা তিনিতো আমাদের মনে অনন্ত আকাশ। সেই আকাশটাও আজ মেঘে মেঘে ঢাকা যে দিকে তাকাই কেবল হিমু আর মিসির আলী কেবল বাকের ভাই আর রুপার চোখের জল আমি নির্লিপ্ততায় আকাশের দিকে চেয়ে থাকি আকাশটা আজ অনেক ছোট !

– ২৪ জুলাই ২০১২