আমি এক গহীন বনের ফুল।সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের ঝোপঝাড়ে আমাকে সহজেই খঁজে পাবে।আমার নাম হচ্ছে আচ,হলদি কুঁচ,বড় চান্দ।অনেকের কাছে দারু-হরিদ্রা নামেও পরিচিত।আমার সংস্কৃত নাম আজ্জুক।আমার পাতা দেখতে অনেকটা লেবু পাতার মত।বৈজ্ঞানিক নাম-Morinda Citrifolia,আমি Rubiaceae পরিবারভুক্ত।আর পরিবারের ঔষধীগুন সম্পন্ন গাছগাছড়া হচ্ছে-কুইনাইন,কদম,নাগবল্লী,গন্ধ ভাদুলিয়া,কুদূরচূড়া,মদনফল,পির আলু, মঞ্জিষ্ঠা,ময়না, কুকুরকট, গন্ধনকুলি, ক্ষেতপাপড়া, রঙ্গন, ধুলিকদম্ব।তার মানে বুঝতেই পারছ আমি এক ঔষধীগুন সম্পন্ন ছোট আকারের গাছ।

শরৎকালে আমার পাতা ঝরে পড়ে।ফুল ফোটে বসন্তে আর ফল পাকে হেমন্তে।ঔষধীগুন পর্যায়,আমার শিকড়ের নির্যাস বেশ মূল্যবান।আমার রস বলকারক, হাঁপানি ও আমাশয়ে উপকারী।পাতার রস ক্ষতস্থানে ব্যবহার করা হয়।ঐ যে বলেছিলাম আমার শিকড়ের রস  বেশ মূল্যবান।শিকড় থেকে এক ধরনের হলুদ রঙের সৃষ্টি হয়।দামি দামি কার্পেট ও কাপড় রাঙাতে আমার শিকড়ের রঙ ব্যবহার করা হয়।

নব্যের সমীক্ষায় দেখা যায়-আমার কাঁচা ফল বমন প্রক্রিয়া দমনে বেশ কার্যকর।কারণ আমার ফলে আছে এসপেরোসাইডস।আমার আদিবাস বাংলা ও উড়িষ্যার উপকূলীয় অঞ্চল।কিন্তু তোমাদের উপকূলীয় অঞ্চল বেশ ঝটিকা বিক্ষুব্ধ।তাই আমার মত নরম গাছগাছড়াদের বড় বিপদ।ঝড়ে প্রায়ই ভেঙ্গে পড়ি।দ্রুত বংশবৃদ্ধির জন্য কোনোরকমে টিকে আছি।

-ডঃ নওয়াজেশ আহমদ