আজ বিকাল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঁচ দিন ব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো-২০১১। এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, এমপি; তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, এমপি এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মেলার প্রথম দিনে মেলা বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনাথর্ীদের জন্য উন্মুক্ত থাকবে। আর ১০ থেকে ১৩ মার্চ দর্শনাথর্ীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় থাকবে সব ধরনের প্রযুক্তি পণ্যের প্রদর্শনী এবং নানান সাম্প্রতিক বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ সব সেমিনার। এছাড়াও মেলায় রয়েছে নানান ধরনের আয়োজন।