ইটনা উপজেলার আয়তন ৪০১.৯৪ বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা ১,৪৮,০৪০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৯১৭ সালে। অনেকের মতে, জমি জরিপের সময় এলাকার জরিপ ইতি হয়েছে বলে জনৈক কর্মচারী ঘোষণা করলে আরেকজন কর্মচারী জানান ‘ইতি না’ অর্থাৎ এলাকাটি আরো বর। এই ইতি না থেকে প্রথমে এই এলাকা ইতনা এবং পরে উচ্চারণ বির্বতনের ফলে ইটনা রূপলাভ করে।